AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যান্সারে আক্রান্ত সজিব বাঁচতে চায়


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নীলফামারী
০৬:১১ পিএম, ৩ জুন, ২০২৪
ক্যান্সারে আক্রান্ত সজিব বাঁচতে চায়

নীলফামারী জেলার ডিমলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত সজিব (২০) বাঁচতে চায়। সে ডিমলা উপজেলা সদরের বাবুরহাট হাজ্বী পাড়া ভূমিহীন অসহায় দিন মজুর রেজাউল করিম ও শাহানাজ পারভিন দম্পতির ছেলে।

জানা যায়, সজিবের বাবা তাদের নিয়ে হাজ্বী পাড়া গ্রামে অন্যের জমিতে এক সময় বসবাস করলেও বর্তমানে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের মাষ্টার পাড়ার গ্রামের বড় চাচার জমিতে আশ্রয় নিয়েছেন। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার দুরারোগ্য রোগে ভুগছেন সজিব। অর্থাভাবে গরিব বাবা মা’র পক্ষে ব্যয়-বহুল চিকিৎসা করাতে না পারায় যে কোনো মুহূর্তেই নিভে যেতে পারে সজিবের জীবন প্রদীপ। শুরুতে সজিবের দিনমজুর বাবা তার সহায় সম্বল একটি ভ্যানগাড়ি বিক্রয় করে প্রথমে ডিমলা সরকারি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করেন।

রংপুরের হেমাটোলজি ও রক্ত বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ,কে,এম কামরুজ্জানের তত্বাবধানে ছিলেন সজিব। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা খরচ বহন করতে না পারায় ব্লাড ক্যান্সার আক্রান্ত সজিবকে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার। বিশেষজ্ঞ ডা. বলেছেন সজিবকে বাঁচাতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিতে হবে। চিকিৎসা ব্যয় হতে পারে প্রায় ১০ লাখ টাকা। ভূমিহীন দিনমজুর বাবার পক্ষে যে খরচ বহন করা অসম্ভব।

প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ দেশ-বিদেশের সকল হৃদয়বান ব্যক্তিদের নিকট মানবিক আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সজিবের বাবা। সজিবের চিকিৎসায় আর্থিক সাহায্য পাঠানোর বিকাশ নম্বর-০১৯৪১৪১৮৫৮৩ (সজিবের বাবা)।

 

একুশে সংবাদ/ম.ই.জে/সা.আ

Link copied!