পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। সংসারের খরচ ও শ্রমিকদের মজুরি প্রদানের জন্য কৃষকরা স্থানীয় হাটে ধান বিক্রি করছেন।
বুধবার (৫ জুন) ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর হাটে প্রতি মণ ধান বিক্রি হয়েছে ১ হাজার ৫০ টাকায়। গত শনিবার এক মণ ধানের দাম ছিল ১ হাজার ১০০ টাকা। কয়েকদিনের ব্যবধানে প্রতি মণ ধানের দাম কমেছে ৭০ টাকা।
হাটে ধান বিক্রি করতে আসা কৃষকেরা জানান, হাটে ধানের বাজার নিয়ন্ত্রণ করছেন অটো রাইস মিল মালিক ও আড়তদারেরা। তাঁরা নিজেরাই দর নির্ধারণ করে ধান কিনছেন। এ কারণে ধানের বাজার ক্রমেই নিম্নমুখী।
এ বিষয়ে ভাঙ্গুড়া খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, এবার ১ হাজার ২৮০ টাকা মণে ৭০৭ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখনও ক্রয় কার্যক্রম শুরু হয়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :