জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা খাতুন শিখা বিজয়ী হয়েছেন।
সরিষাবাড়ী উপজেলায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে গত ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। সন্ধ্যার পর থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন উপজেলা পরিষদ হলরুম থেকে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও ঘোষণা করেন। পরে ভোট গননা শেষে রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম (আনারস প্রতিক) ৪২ হাজার ২১৩ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তালেব উদ্দিন (দোয়াত-কলম) প্রতিক পেয়েছেন ১৯ হাজার ১৪৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন হোসাইন শিবলু (তালা প্রতিক) ৩২ হাজার ৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গনেশ মাস্টার (চশমা প্রতিক) পেয়েছেন ২৮ হাজার ৬৫৫ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক মোছা. মাহমুদা খাতুন শিখা (কলস প্রতিক) ৪১ হাজার ৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. জেলী আক্তার (ফুটবল প্রতিক) পেয়েছেন ১৯ হাজার ৮০৩ ভোট।
নবনির্বাচিতদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ এলাকার ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :