রংপুরের গঙ্গাচড়ায় আশ্রয়-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায় (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে শনিবার (০৮ জুন) উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না `মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে এ উপজেলায় প্রথম হতে ৫ম পর্যায় পর্যন্ত ৬৫০টি ঘর নির্মাণ করা হয়েছে। আরও ১০০টি ঘর উপজেলার মর্নেয়া, লক্ষীটারী,গজঘন্টা, বেতগাড়ী ইউনিয়নে গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১১ জুন সকাল ১১ ঘটিকায় গণভবন থেকে প্রজেক্টর এর মাধ্যমে সারাদেশে ১৮,৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতক জমিসহ গৃহ হস্তান্তর করবেন এবং সেই সাথে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।
এতে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজাহারুল ইসলাম লেবু ও সাংবাদিকরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :