জামালপুরের সরিষাবাড়ীতে ক্যাভিয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনৈতিক কর্মকান্ডের দায়ে পুলিশ প্রশাসন তালা ঝুলিয়ে দিয়েছে।
শুক্রবার (৭ জুন ) বিকেলে দিগপাইত সরিষাবাড়ী মেইন রোড বাউসী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দিগপাইত-সরিষাবাড়ী সড়কের বাউসী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ক্যাভিয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের পরিচালক ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী, মুরছালিন শিহাব ও আতিকুর রহমান আতিক যৌথভাবে ভাড়া নিয়ে পরিচালনা করে আসছেন। এ ক্যাভিয়াটিতে স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীদের নিকট ৪০ মিনিটের জন্য পরিচিত ব্যক্তিদের জন্য ৭০০ টাকা ,অপরিচিতদের জন্য ১০০০ টাকা এবং স্পেশাল রুমের জন্য ১ঘন্টা সময় কাটানোর জন্য দুই হাজার টাকা করে ভাড়া দিয়ে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল।
এ বিষয়টি স্থানীয় মহল এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান অবগত হন। পরে সরিষাবাড়ী থানার এসআই হুমায়ুন কবির এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ জুন) বিকেলে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বিভিন্ন কেবিন ও কক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীর প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। পরে থানায় এনে শিক্ষার্থীর অভিভাবকদেরকে অবহিত করে তাদের নিকট মুচলেকার মাধ্যমে ছেড়ে দেন সরিষাবাড়ী থানা পুলিশ।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুশফিকুর রহমান জানান, ক্যাভিয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার নামক প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা স্বার্থে ভবিষ্যতে যাতে এ ধরনের আর কোন ঘটনা ঘটতে না পারে সেজন্য আপাতত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :