আসামি গ্রেপ্তারের প্রতিবাদে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হামলার অভিযোগ উঠেছে আসামির অনুসারীদের বিরুদ্ধে। থানায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। রোববার (৯ জুন) দুপুরে শৈলকুপা থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এরপর শত শত লোকজন থানা ঘেরাও করে। তারা থানায় ইট পাটকেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধঘণ্টা ধরে চলে হামলা-পালটা হামলা।
এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ শৈলকুপা থানা ওসি শফিকুল ইসলাম জানান, আসামি ধরাকে কেন্দ্র করে উত্তেজিত জনতায় ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সময় আমাদের অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।
একুশে সংবাদ/য.টি/সা.আ
আপনার মতামত লিখুন :