AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিজয়ী তিনজন


মোরেলগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিজয়ী তিনজন

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান।

আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম দোয়াতকলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭২৯ ভোট।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. রাসেল হাওলাদার চশমা প্রতীকে ৪৫ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেনে।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এনামুল হক রিপন তালা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আজমিন নাহার কলস প্রতীকে ৪১ হাজার ৫৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (৯ জুন) রাত ১১ টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা মাহফুজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো কম।যারা কেন্দ্রে গেছেন তাদের কাউকেই লাইনে দাড়িয়ে ভোট দিতে হয়নি। উপস্থিতি কম থাকায় সরাসরি বুথে গিয়ে ভোট দিতে পেরেছেন ভোটাররা।

এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মাত্র ৬৬ হাজার ৯৫৬ জন লোক ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সহকারি রিটানিং কর্মকর্তা গণেশ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন মোট ভোটারের শতকরা ২৬ ভাগ ভোট জমা পড়েছে।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!