AB Bank
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালিতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০২ জনকে সহায়তা প্রদান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পিরোজপুর
০৫:৪৫ পিএম, ১১ জুন, ২০২৪
কাউখালিতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০২ জনকে সহায়তা প্রদান

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুরী  ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ১০২ জনের মাঝে প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ৬ লক্ষ  ১২ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১জুন) দুপুরে আমরাজুড়ি  ইউনিয়ন পরিষদ হলরুমে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর বাস্তবায়নে এ সহায়তা প্রদান করা হয়।

আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সভাপতিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ জামাল, ইউপি প্রতিনিধিগণ, ইউপি সচিব, গণ্যমান ব্যক্তি, ডিএসকে এর জেলা সমন্বয়কারী  কামরুল হাসান জিলানী, ফিল্ড অফিসার মানসুরা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, উপকূলীয় জেলা পিরোজপুরের কাউখালী উপজেলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের সংস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে যে সহায়তা করছেন তা তাদের উপকারে আসবে। এভাবে যদি প্রতিটি সংস্থা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতো তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপকৃত হতো।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!