AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৮ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না হোসেন আলীর


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পিরোজপুর
০৫:৫০ পিএম, ১২ জুন, ২০২৪
৩৮ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না হোসেন আলীর

পিরোজপুর জেলার ইন্দুরকানীতে সাত বছরের সাজা প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. হাসান আলী সরদার (৬৭) নামের ওই আসামি সাজা থেকে বাঁচতে ৩৮ বছর পালিয়েছিলেন তিনি।

মঙ্গলবার (১১ জুন) রাতে হাসান আলীকে খুলনার লবন চোরা থানার জিন্নাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে হাসান আলীর নামে ডাকাতির মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। ১৯৮৯ সালে মামলার রায়ে হাসান আলীর অনুপস্থিতিতে সাত বছর কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর হাসান আলী তার নাম পরিবর্তন করে খুলনার লবন চোরা থানার জিন্নাপাড়া এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করছিলেন।

গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল ও অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) মুনসুর আলম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, মো. হাসান আলী সরদার নিজের ও বাবার নাম পরিবর্তন করে ৩৮ বছর আত্মগোপনে ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আজ সকালে হাসান আলী সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!