AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে র‌্যাব পরিচয়ে ডাকাতি, অবশেষে ধরা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৪:১৬ পিএম, ১৩ জুন, ২০২৪
গাজীপুরে র‌্যাব পরিচয়ে ডাকাতি, অবশেষে ধরা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচয়ে গাজীপুরের একটি কারখানার কর্মকর্তাদের অস্ত্রের মুখে লুটে নেয়া হয় শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা। এরমধ্যে বেশকিছু টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সংস্থার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানান।

কমান্ডার আরাফাত ইসলাম বলেন, বুধবার (১২ জুন) রাজধানী ও গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ডাকাতির মূলহোতাসহ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৫জনকে। এছাড়াও জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, খেলনা পিস্তল, জ্যাকেট ও হ্যান্ডকাফসহ লুট হওয়া দেড় লাখ টাকা।

গ্রেফতারকৃত ডাকাত চক্রের এ সদস্যরা এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যেমন র‌্যাব, ডিবি এবং সাংবাদিক পরিচয়েও বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে।

ওইদিনের সিসিটিভির ফুটেজে দেখা যায়, গত ৬ জুন বিকেলে গাজীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার সামনে থেকে সাদা মাইক্রোবাসে উঠছে র‌্যাবের কালো জ্যাকেট পরিহিত ৩জন। র‌্যাব পরিচয়ে কারখানা কর্মকর্তাদের অস্ত্রের মুখে শ্রমিকদের বেতনের ১৯লাখ টাকা ছিনতাই করে ধরে নিয়ে যান কারখানার ৩ কর্মকর্তাকে। এরপর মারধরের পর গাড়ি থেকে তাদের ফেলে দেয়া হয় রাস্তায় বলেও জানান তিনি।

ওইদিন ডাকাতির ঘটনার লোমহর্ষক বিবরণ দেন ভুক্তভোগী সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক লিটন কুমার রায়।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Shwapno
Link copied!