পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (১৪ জুন) থেকে টানা আট দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি- রফতানি কার্যক্রম। তবে এ সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন জানান, মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতাদেরর সঙ্গে আলোচনা করে বন্দরের কার্যক্রম আট দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা আট দিন ভোমরা স্থলবন্দরের আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। আগামী ২২ জুন শনিবার থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :