চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। ফাইজা স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণি আর ওমর ফারুক পাশের কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার কাপাইকাপ গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু ওমর ফারুক ও ফাইজা ওই গ্রামের কামাল হোসেনের ছেলে ও মেয়ে।
সফিকুর রহমান নামে স্থানীয় একজন জানান, দুপুরে জুম্মার নামাজ পড়তে ওই বাড়িতে পুরুষরা যখন মসজিদে যান, তখন বাড়িতে থাকা অন্যদের চোখ ফাঁকি দিয়ে শিশুরা বাড়ির পুকুরে নেমে পড়ে। পরে পানি থেকে তাদের মরদেহ ভেসে ওঠে। পরবর্তীতে মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা আক্তার শিশুদের মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় মানবিক কারণে তাদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এদিকে, একসঙ্গে একই পরিবারের দুটি শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :