কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমার আইনশৃংখলাবাহিনীর ব্যবহৃত একটি জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড তাজা গুলি’সহ আরসার গান গ্রুপ কমান্ডার মো.জাকারিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে। মো. জাকারিয়া ওই শিবিরের মৃত আলী জোহরের ছেলে। কক্সবাজার র্যাব ১৫ ব্যাটালিয়ানের অধিনায়ক কর্নেল সাজ্জাদ হোসেন শুক্রবার (১৪ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও র্যাব গোয়েন্দা সূত্রে তথ্য পায়, বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী গোষ্ঠী আরসার কতিপয় সদস্য নাশকতার জন্য মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে শিবিরে অবস্থান করছে। এমন খবরে বৃহস্পতিবার রাতে ওই শিবিরে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালায়নের সময় আরসা সন্ত্রাসী মোঃ জাকারিয়াকে (৩২) আটক করা হয়। একপর্যায়ে তার স্বীকারোক্তি মতে পালংখালী ইউনিয়নের ঘাটি বিল থেকে জি-৩ রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
একুশে সংবাদ/বা.ভি/ হা.কা
আপনার মতামত লিখুন :