ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৯ জন গুরুতর আহত হয়ছে।
শুক্রবার (১৪ জুন) দুপুর ১১ টার দিকে নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া রোডের দক্ষিণ বাঁশহাটি বুটান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী হলেন- ঈশ্বরগঞ্জের আঠারো বাড়ি এলাকার মাসুদ মিয়া (৪০)।
আহতরা হলেন- নান্দাইলের ফুলবাড়িয়া গ্রামের আল-আমিন (৩৫) ও তাঁর পুত্র সন্তান চাঁদ (১০),ঈশ্বরগঞ্জের আঠারো বাড়ি মহেশ্চাতুল গ্রামের খোকন মিয়ার কন্যা সায়মা (১০) অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ।
পুলিশ ও স্থানীয়রা জানান- ঈদ উপলক্ষে কেন্দুয়া টু ঢাকাগামী যাতায়াত বাসের সার্ভিস চালু হয়৷ শুক্রবার সকাল ১১ দিকে কেন্দুয়া গ্রামী যাতায়াত প্রা: লি:( ঢাকা মেট্রো-ব ১১-৭১৭১) পরিবহনের বাস নান্দাইল চৌরাস্তা গ্রামী দুটি ইজিবাইক কে চাপা দিলে বিপরীত মুখী দুটি গাড়ী দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইকে থাকা শিশু, নারী সহ ৯ যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা লোকজন আহতদেরকে উদ্ধার করে নান্দ থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরন করে। পা বিচ্ছিন্ন গুরুতর আহত কেন্দুয়া উপজেলার মাসুদ মিয়া (৪০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন - বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পা বিচ্ছিন্ন এক যাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এঘটনায় আরও ৯ জন গুরুতর আহত হয়েছে সবাই মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :