বরিশালের উজিরপুরে বরযাত্রীর বহরের একটি মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছে। বুধবার ১৯ জুন দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিহত কলেজছাত্রীর নাম বৃষ্টি (১৬)। সে ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার আব্দুল জলিলের কন্যা।
ঘটনাস্থলে থাকা গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. সিরাজ বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া সরদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টিতে মহাসড়কের পাশে একটি গাছ ভেঙ্গে পড়েছে। ঝালকাঠির কলেজ মোড় থেকে গৌরনদীর উদ্দেশ্যে যাত্রা করা বরযাত্রীর বহরে থাকা একটি মাইক্রোবাস ওই গাছ পাশ কাটিয়ে উঠতে যায়। তখন বরিশালগামী গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাস তার নির্ধারিত সাইড থেকে সরে গিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসআই সিরাজ বলেন, এতে ঘটনাস্থলে একজন মারা গেছে। আহত অবস্থায় মাইক্রোবাসের চালকসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস চালকসহ সংশ্লিষ্টরা পালিয়েছে। বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উদ্ধার অভিযানে যাওয়া উজিরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের মধ্যে দুই যাত্রী আটকে পড়ে। খবর পেয়ে উজিরপুর ও গৌরনদী ফায়ার স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। মাইক্রোবাসে আটকে পড়া দুই যাত্রীকে উদ্ধার করে উজিরপুর ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :