শুক্রবার (২১ জুন) সন্ধ্যার সময় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোষ্টে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীর শরীর তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে হামিদুল হক (৬১) নামে একজনকে আটক করে ৫৯ বিজিবি, রহনপুর ব্যাটালিয়ন। আটককৃত হামিদুল হক রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রাণীনগর গ্রামের মৃত বেলাল উদ্দীন আহমেদের ছেলে।
প্রেস রিলিজ থেকে জানা যায়, ২১ জুন ২০২৪ তারিখে সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে গোয়েন্দা সূত্রে এমন খবর পান বিজিবির সদস্যরা। তার পরিপ্রেক্ষিতে সোনামসজিদ আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যগণ বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশীর কার্যক্রম পরিচালনা করেন এবং এই সময় হামিদুল হকের দেহ তল্লাসি করে তার কোমরে আন্ডারওয়্যার এর বেল্টের ভিতরে অভিনব কায়দায় বহনকৃত ০৭টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। যার ওজন ৭১০.৬৭ গ্রাম এবং তার মূল্য ৭৪ লক্ষ ১০ হাজার ১৫৬ টাকা। এছাড়া উক্ত আটককৃত ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৫৮০০ রুপি ও বাংলাদেশী ১৮৪০০ টাকা পাওয়া যায়। সর্বমোট ৭৪ লক্ষ ৩৪ হাজার ৩৫৬ টাকা জব্দ করা হয়েছে।
এছাড়া আরোও জানা যায়, জব্দকৃত স্বর্ণের বারগুলো জুয়েলারী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজনের সত্যতা নিশ্চিত করা হয়েছে। শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা পূর্বক জব্দকৃত স্বর্ণের বার এবং নগদ রুপি ও টাকা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :