মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে আবারও লোকালয় থেকে ধরা পড়লো ১০ ফুট লম্বা এক অজগর সাপ।
রোববার (২৩ জুন) বেলা ২টার দিকে শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্প এর সামনে থেকে এ সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সংগঠনের পরিচালক স্বপন দেব সজল জানান, রোববার (২২ জুন) দুপুরে খবর পাই শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের আনসার ক্যাম্প সংলগ্ন এক বাড়িতে একটি সাপ দেখে এলাকার লোকজন রাসেল ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে আমি বন বিভাগের এফডি সুব্রত সরকার-কে সাথে এই বাড়ি থেকে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করি। সাপটি ধরার পড়ে অজগর সাপ বলে নিশ্চিত করা হয়। সাপটির আনুমানিক ওজন ১২-১৩ কেজি হবে এবং প্রায় ৯-১০ হবে বলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল
নিশ্চিত করেন।
এবিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনার ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন আজ আমাদের কাছে একটি অজগর সাপ অক্ষত অবস্থায় হস্তান্তর করেছে। বিকেলে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।
প্রসঙ্গত, গতকাল শনিবার শ্রীমঙ্গল উপজেলার জেটি রোড থেকে একটি অজগর সাপ এবং একটি বেত আঁচড়া সাপ ও দুইটি চিল পাখি উদ্ধার করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :