AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
১০:৩৪ পিএম, ২৩ জুন, ২০২৪
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি

অবৈধ পথে ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি নারী ও শিশু কারাভোগ শেষে দেশে ফেরত এসেছেন। তাদের ভালো কাজের লোভ দেখিয়ে ভারতে পাচার করা হয়েছিল বলে জানা গেছে।

রোববার (২৩ জুন) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ভারতের পেট্রাপোল দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে আইনি সহায়তার জন্য তাদের গ্রহণ করে পোর্টথানা পুলিশ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- বাগেরহাট জেলার মুয়াঘাট উপজেলার আমজেদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৬৬), মামুন তালুকদার (২৫),নাজমুল সিকদার (৩৮), রাজু ভূঁইয়া (২৪), সাত্তার মোল্লা (৫৩), ওমর ফারুক শেখ (২৬), আফছানা আক্তার লাকী (২২) ফাতেমা (৪), আব্দুল আমিন (৬), ফাতেমা (২৮), মরিয়ম (২৩), ফাহিম (২) মাহিম, (৪)।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের সেখানে ফেলে চলে আসেন। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পায়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে তুলে দেবে পুলিশ।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা 

Shwapno
Link copied!