জামালপুর জেলার সরিষাবাড়ীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপরে কামড়ে বাবুল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে তিনটার দিকে সাপের কামড়ের পর বিকাল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
নিহত বাবুল মিয়া সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের মৃত ইজ্জত আলী মন্ডলের ছেলে।
বাবুল মিয়ার পারিবারিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে বাবুল মিয়া বাড়ির কাছে যমুনা নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ডান পায়ে ছোবল দেয়।
পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক ডা: মেহেদী হাসান তাকে মৃত ঘোষনা করেন। এ নিয়ে এলাকায় স্থানীয় জনসাধারনের মাঝে আতংক বিরাজ করছে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :