ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলাবাসী। এ যেন এক প্রশান্তির ছোঁয়া। অনেকেই বৃষ্টি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল প্রাণজুড়ানো হিমেল হাওয়া। এর আগে সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন ছিল না।
ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া এলাকার শেখ আব্দুস সামাদ বলেন, বৃষ্টির জন্য দীর্ঘ যে প্রতীক্ষা, সেটির অবসান হলো। বৃষ্টির পর রোদে গা জ্বলা যে ভাবটি ছিল এতদিন, সেটি আর নেই। খুব ভালো লাগছে। আল্লাহর কাছে লাখো শোকর।
প্রসঙ্গত, গত কিছুদিন ধরে সূর্যের প্রখরতায় দিনে-রাতে প্রায় একই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে সূর্য অস্ত গেলেও মানুষের ভোগান্তি কমছে না। রাতের বেলায়ও প্রচণ্ড গরমে সবাইকে হাঁসফাঁস করতে দেখা যায়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :