AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত লক্ষ্মীপুরে এলজিইডির সভা


সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত লক্ষ্মীপুরে এলজিইডির সভা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পার কার্যক্রম অনুযায়ী সুশাসন অনুযায়ী নিমিত্ত বিভাগীয় কোয়ার্টারের জন্য নির্ধারিত সভা ২৬ জুন (বুধবার) ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু জাফর মো: তৌফিক হাসান অনলাইনে যুক্ত হয়ে সভায় অংশ নেন।


লক্ষ্মীপুর এলজিইডি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, নিবার্হী প্রকৌশলী মো: ইকরামুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মোস্তফা মিনহাজ, লক্ষ্মীপুর পিটিআই অধ্যক্ষ সঞ্জিত কুমার সিংহ প্রমুখ।


 এসময় এই সভায় চট্টগ্রাম বিভাগের আওতাধীন অন্যান্য জেলার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী,ঠিকাদার, সাংবাদিক,জনপ্রতিনিধি সভায় বক্তব্য রাখেন। লক্ষ্মীপুরের নিবার্হী প্রকৌশলী মো: ইকরামুল হক তার বক্তব্যে জানান, লক্ষ্মীপুরে এলজিইডি অনেক সড়ক সংস্কারের প্রয়োজন কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় তার সংস্কার করা সম্ভব হচ্ছেনা।


চলতি অর্থ বছরের লক্ষ্মীপুরের সড়ক সংস্কারের চাহিদা ছিল ১৪ কোটি টাকার মতো কিন্তু পাওয়া গেছে মাত্র ২ কোটি টাকা। এ ছাড়া দরপত্রের মাধ্যমে কাজ গুলো ৩ বারের মতো হাত বদল হয়। এতে করে কাজের বাস্তবায়ন করতে অনেক সময় চলে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

 

Link copied!