পেকুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সভাপতিত্বে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান মাহাবুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন সোলতানা, সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক।
এতে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, শীলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেনসহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেন। পরে তাদের ফুলেল শুভেচছা ও বরণ করেন নেন ইউএনও।
উল্লেখ্য যে, নবনির্বাচিত চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু তৃতীয় বারের মত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন। তিনি উপজেলার উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রথম কর্মদিবসের এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমার পুরনো অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে জনগনের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলার সর্বক্ষেত্রে উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করে যাবো।
এসময় ইউএনও সাইফুল ইসলাম বলেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদের সকল উন্নয়নমুলক কাজ দেখবেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :