জামালপুরের সরিষাবাড়ীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। এসময় তারা ৫ম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি ২০২৪/৩০ এ তাদের অন্তর্ভুক্তির দাবিও জানান।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত ৬২ জন ভোলান্টিয়ার অংশ নেন।
এতে বক্তব্য রাখেন জেসমিন আক্তার জুই, সালমা আক্তার মুন্নি, ফাতেমা আক্তার, সুমাইয়া আক্তার, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০২০ সালের ১লা ডিসেম্বর থেকে উপজেলায় পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছি। যা দিয়ে নিয়ে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই হঠাৎ করে মোবাইল ফোনে মেসেজ দেয় কর্তৃপক্ষ। ফলে আমরা আমাদের পরিবার নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে দিকে যাচ্ছি। তাই এ মানববন্ধন থেকে তাদের চাকরি পূর্ণবহালের দাবি জানানো হয়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :