লালমনিরহাটের কালীগঞ্জে সাম্প্রতিক সময় চোখে পড়ছে নিলাম বিহীন গাছ কাটার দৃশ্য। বুধবার (২৬ জুন) নিলাম বিহীন গাছ কাটার দৃশ্য গণমাধ্যমে প্রকাশের পরে সংশ্লিষ্টদের চোখে আসে। বিষয়টি তাদের নজরে আসলে ওই গাছগুলো ইউনিয়ন পরিষদে এনে বিধি মোতাবেক নিলামে দেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাছ কাটার ১ দিন অতিবাহিত হবার পরেও ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ কোথাও গাছগুলো অস্তিত্ব মিলেনি।
উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কান্চনশ্বর কানারবাজার এলাকায় নিয়ম বহির্ভূতভাবে কেটে ফেলা হয়েছে ইউনিয়ন পরিষদের কয়েক লক্ষ টাকার গাছ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পরে কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে-পরবর্তীতে বিধি মোতাবেক গাছগুলো ইউনিয়ন পরিষদে এনে নিলাম দেওয়ার কথা থাকলেও এখনো গাছগুলোর খন্ডিত অংশ দুল্লার বাজার এলাকায় রয়ে গেছে।
গাছটি কাটার বিষয়ে ওই এলাকার ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, ঝড়ের কারণে গাছটি রাস্তায় হেলে পড়েছিল তাই গাছটি কাটা হয়েছে। গাছটি কাটার পরে তুষভান্ডার ইউনিয়ন পরিষদে এনে, বিধি মোতাবেক নিলাম দেওয়ার কথা থাকলেও তুষভান্ডার ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ কোথাও গাছটির অস্তিত্ব পাওয়া যায়নি।
এ বিষয়ে তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদকে মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, কাটা গাছগুলোর খবর পাওয়ার পর আমি ওই ওয়ার্ডের মেম্বারকে জিজ্ঞাসাবাদ করি, তিনি বলেন ঝড়ের কারণে গাছগুলো রাস্তায় পড়ে থাকে তাই গাছগুলো কাটা হয়। গাছগুলো ইউনিয়ন পরিষদে এনে পরবর্তীতে বিধি মোতাবেক নিলামে দেওয়া হবে।
লালমনিরহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, সামাজিক বনায়ন নিয়মবিধি আছে, সে নিয়ম অনুসারে বিভিন্ন সময় আমাদের চিঠি দেয়া হয়। আর কেউ যদি নিয়ম ছাড়া গোপনে কেটে থাকেন সেটা স্থানীয় প্রশাসনকে জানানো যেতে পারে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :