AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাহাড়ে উন্নয়নে স্রোতধারা অব্যহত রাখতে হবে


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৮:১৬ পিএম, ২৭ জুন, ২০২৪
পাহাড়ে উন্নয়নে স্রোতধারা অব্যহত রাখতে হবে

পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের তিনশ  আসন ধারন ক্ষমতা সম্পূর্ণ অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) জেলা পরিষদ প্রাঙ্গনে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন,প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর।

সভায় প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায় শান্তিতে বসবাস করার জন্য বর্তমান সরকার শান্তি চুক্তি করেছিলো। পার্বত্য চট্টগ্রামের আজকের এ উন্নয়ন পার্বত্য শান্তি  চুক্তির ফসল। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কল্যাণে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে পাহাড়েও উন্নয়নে স্রোতধারা অব্যহত রেখেছেন। এ চুক্তি বাস্তবায়নে সকলে আন্তরিক হতে হবে।

 শান্তিপূর্ণ সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের মানুষ স্ব-বস্থানে থেকে উন্নয়নের চালিকাশক্তি তরান্বিত করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বের সাথে সংগতি রেখে দেশ এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মানুষের আয় বেড়েছে , নতুন কর্মস্হান বেড়েছে, 

দেশের উন্নয়ন হয়েছে, হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা 

এদেশ সামনে আরো এগিয়ে যাবে। এই আত্মবিশ্বাস রেখেই সকলকে ঐক্য বদ্ধ থেকে কাজ করে যেতে হবে। 

এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী প্রতি পদ দেওয়ান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম,সকল দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

 তিন’শ আসনের ধারণ ক্ষমতার ১২২ ফুট দৈর্ঘ্য ও ৯২ ফুট প্রস্থ’র অডিটোরিয়াম ২০২৩-২৫ পর্যন্ত প্রাথমিক বরাদ্দ ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা।

Link copied!