মুজাহিদুল ইসলাম মানিক (৪০) নামের মটর সাইকেল চোরকে, আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। উদ্ধার করেছেন চোরাই মটর সাইকেল ও নগদ টাকা। শুক্রবার সকালে তাকে আদারতে পাঠিয়েছেন থানা পুলিশ।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লা বলেন, বৃহস্পতিবার কোটচাঁদপুর থানার সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় বলুহার বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। আটক করা হয় মুজাহিদুল ইসলাম মানিক (৪০)কে। এরপর তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন চুরির কথা।
পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় মটর সাইকেল ও নগদ ২৯ হাজার টাকা। আটকৃত মুজাহিদুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর মাধবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
তার বিরুদ্ধে গেল ২৭-০৬-২৪ তারিখে কোটচাঁদপুর থানায় মামলা হয়। যার নাম্বার ১৭। শুক্রবার সকালে আটককৃত মুজাহিদুলকে আদালতে পাঠিয়েছেন কোটচাঁদপুর থানা পুলিশ।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন, অভিযান চালিয়ে মটর সাইকেল চোরকে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে মটর সাইকেল ও তালসারের মাঠ হইতে দুইটি আলমসাদু ছিনতাইয়ের বিক্রয়কৃত নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :