রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা একটি ঢাই মাছ বিক্রি হয়েছে ২২হাজার ৪০০ টাকা। রোববার (৩০ জুন) ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা যমুনার মোহনায় জেলে হযরত মন্ডলের জালে সাত কেজি ওজনের মাছটি ধরা পড়ে।
সোমবার (১ জুলাই) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছটি বিক্রির জন্য আনলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যাবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়ৎ এর স্বত্বাধিকারীরা মো. সম্রাট শাহজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩ হাজার ২শ টাকা কেজি দরে ২২ হাজার ৪০০ টাকায় ক্রয় করেন। এসময় উৎসুক জনতা মাছটি দেখার জন্য ফেরি ঘাট এলাকায় ভিড় জমায়।
এখন এই মাছ ব্যাবসায়ী মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোন যোগাযোগ করছেন। তিনি এই প্রতিনিধিকে বলেন, সামান্য কিছু লাভ পেলেই মাছটি বিক্রি করে দেবেন।
দৌলতদিয়া ফেরি ঘাটের এই মাছ ব্যাবসায়ী আরও বলেন, অনেক দিন পরে একটি ঢাই মাছ পেয়ে আমি দ্রুত সেখানে গিয়ে সর্বোচ্চ দরদাতা হিসাবে ৩ হাজার ২শ টাকা কেজি দরে ২২ হাজার ৪০০ টাকায় মাছটি ক্রয় করি। পদ্মা নদীর ঢাই মাছ খুব সু-স্বাদু তাই দামও অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :