জামালপুরের সরিষাবাড়ীতে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোবাইল ফোনে অসদুপায় অবলম্বন করায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ওই কক্ষের দুই শিক্ষককে শোকজ করছে প্রশাসন।
গতকাল মঙ্গলবার পরীক্ষা চলাকালে সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। শোকজ পাওয়া দুই শিক্ষক হলেন, চর বাঙালি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক রুবেল মিয়া, সরবান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক মহসিন মিয়া। এছাড়া বহিষ্কার হওয়া শিক্ষার্থী হলেন , সানাকৈর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী সৈয়দ আহসান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, পরীক্ষার হলে এক শিক্ষার্থীর নিকট মোবাইল ফোন পাওয়া যায় । এ ঘটনায় শিক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বে থাকা দুই শিক্ষকে শোকজ করার জন্য পরীক্ষা কেন্দ্রের সচিব (ভারপ্রাপ্ত) মাজনুনুল হক কে নির্দেশ দেয়া হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :