খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় তৈরী চোলাই মদসহ দুই মাদককারবারী আটক ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকাল তিনটার দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার ৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকা থেকে দুজনকে আটক ও মাদক বহনকারী ট্রাকটি জব্দ করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ট্রাক চালক মোঃ ইয়াছিন (২৯), সে চট্টগ্রাম জেলার ভুজপুর এলাকার বাসিন্দা মাহাবুব আলমের ছেলে। ট্রাকের হেলপার মোঃ সাজ্জাদ হোসেন (২১), সে চট্টগ্রামের হাটহাজারী এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার রসুলপুর এলাকার আঞ্চলিক মহাসড়কের উপর হইতে বার লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ দুজনকে আটক ও মাদক বহনকারী একটি ট্রাক আটক করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিধি আটককৃতদের মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :