টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল চুরি হচ্ছে। মানুষ মসজিদ মার্কেট বাজার বা বাসাবাড়িতে মোটরসাইকেল রেখে ভেতরে প্রবেশ করতে না করতেই নিমিষেই সেটা হাওয়া হয়ে যেত। বুধবার (৩ জুলাই) রাতে ধনবাড়ীর পুরাতন থানার পূর্ব পাশে আব্দুল মজিদের বাসায় মোটরসাইকেল চুরি হয়। ভাগ্যক্রমে বাসায় সিসিটিভি লাগানো ছিল।
মোটরসাইকেল মালিক ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে ধনবাড়ী থানা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজন আসামি ধরতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় আসামিকে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ করে আরও চারজন চোরকে গ্রেফতার করা হয় এবং তাদের জিম্মায় থাকা তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) গ্রেফতার মোট পাঁচজন আসামিকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। আসামিরা হলো- মোহাম্মদ আইয়ুব আলী (৩০), পিতা মৃত আবু সামা সাং চর দূর্গাপুর পোস্ট পোটলবাজার থানা কালিহাতী জেলা টাঙ্গাইল, মোঃ আয়নাল হক বাবু (৪৯) পিতা মৃত মাফিজুল ইসলাম সাং সরুকচামান পোস্ট বদের বাজার থানা রাজারহাট জেলা কুড়িগ্রাম, মোঃ আলাউদ্দিন (৫৫), পিতা মৃত হোসেন আলী সাং নিমাইমারি পোস্ট কাউনিয়ার চর থানা দেওয়ানগঞ্জ জেলা জামালপুর, মোঃ ফরিদ মিয়া (২৫), পিতা মোঃ আক্তার হোসেন সাং চর মাগুরীহাট পোস্ট খোলাবাড়ি থানা দেওয়ানগঞ্জ জেলা জামালপুর, জোবায়ের হোসেন, পিতা ইজ্জত উল্লাহ সাং ইসলামপুর জেলা জামালপুর।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সমাজের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে। এলাকায় কোন অপরিচিত লোকের সন্দেহ জনক আনাগোনা দেখলে স্থানীয় জনপ্রতিনিধি না হয় পুলিশকে অবহিত করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ধনবাড়ী থানার পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :