AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের অভিযোগে সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের অভিযোগে সংবাদ সম্মেলন

সরকারি নির্দেশনা উপেক্ষা করে আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হরিজন সম্প্রদায়কে বাদ দিয়ে অন্য ধর্মের ৬জনকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে হরিজন সম্প্রদায় থেকে নিয়োগের দাবি জানানো হয়েছে।

হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ আউটসোর্সিংয়ের ঠিকাদারের সহায়তায় অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন মর্মে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (৬ জুলাই) সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি শ্রী রাজেন ও সাধারণ সম্পাদক শ্রী জেন্টু কুমার বলেন, গত ১০ বছর ধরে জেলা হাসপাতালে হরিজন সম্প্রদায়ের ৮জন মাষ্টাররোলে মাত্র সাড়ে ৪ হাজার টাকা বেতনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছে। কিন্তু গত ২৯ জুন আউটসোর্সিংয়ের আওতায় হরিজনদের বাদ দিয়ে অন্য সম্প্রদায়ের জনকে নিয়োগ দেয়া হয়েছে। অথচ সরকারি নির্দেশনা রয়েছে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে হরিজনদের নিয়োগের জন্য ৮০ভাগ কোটা পালন করার জন্য।

অবিলম্বে নিয়োগকৃত ৬জনের নিয়োগে অনিয়ম ও দুর্নীতি তদন্তের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। অন্যথায় বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষসহ অন্য নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন, আউটসোর্সিংয়ে লোক নিয়োগের জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদারকে মনোনীত করা হয়। আর তারা নিয়োগ করে যে তালিকা দেন সেই মোতাবেক নিয়োগপ্রাপ্তদের কাজের অনুমতি দেয়া হয়। কিন্তু ঠিকাদার হরিজনদের কারো নাম দেয়নি বিধায় তাদের নিয়োগ হয়নি। তবে কেন হরিজনদের বাদ দেয়া হয়েছে সেটা ঠিকাদারি প্রতিষ্ঠান ভাল বলতে পারবে।

 

একুশে সংবাদ/সা.আ

Shwapno
Link copied!