কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে মাঠে দাঁড়ায় ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের এমন হতাশাজনক হার মেনে নিতে পারছেন না পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাজার হাজার ব্রাজিল ভক্ত-সমর্থকরা।
রোববার (৭ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে উরুগুয়ের সঙ্গে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এ দিন ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। হাজির হন হাজার হাজার ফুটবলপ্রেমী। সেলেসাওদের জয় উদযাপন করতে মুখিয়ে ছিল সমর্থকরা। তবে উরুগুয়ের সঙ্গে হারের পর হতাশ হয়েই বাড়ি ফিরেছেন ব্রাজিল ভক্তরা।
উপজেলার এনামুল হক, সেলিম রেজা, মেহেদী হাসানসহ বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক বলেন, টাইব্রেকারে হারলেও ম্যাচে দারুণ কিছু সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে, ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা আর লুফে নিতে পারেনি তারা। আজকে জয়ের প্রয়োজন থাকলেও ভাগ্য ধরা দেয়নি। তবুও ব্রাজিলকে সমর্থন করে পাশে আছি।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :