পাবনার ভাঙ্গুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।
রোববার (৭ জুলাই) সকালে উপজেলার মেন্দা কালিবাড়ী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়।
এরপর বিকেলে মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়। বিশৃঙ্খলা এড়াতে থানার ওসি নাজমুল হকের নেতৃত্বে পুলিশের মন্দির এলাকায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রশি টেনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল।
এসময় পৌরসভার মেয়র আজাদ খান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মলয় কুমার দেব, সাধারণ সম্পাদক শ্রী সংগীত কুমার পাল,
রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক পরিমল কুমার সরকার, সদস্য সচিব উত্তম কুমার রায়সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক পরিমল কুমার সরকার বলেন, রথযাত্রা বিকেলে মেন্দা কালিবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে ভদ্রপাড়া কালিবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়েছে। এছাড়া আগামী সোমবার (১৫ জুলাই) রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :