AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৬:৪১ পিএম, ৯ জুলাই, ২০২৪
খাগড়াছড়িতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

“সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা”  বাড়ানোর লক্ষ্যে খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯জুলাই) জেলার নয়টি উপজেলার সম্মানিত ঈমামদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে। সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। শান্তি, শৃঙ্খলা,সহানুভূতি,সহাবস্থান তৈরী করে কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে বসবাস করা

 নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে ইসলাম বিশ্বাস করে। হিংসা প্রতিহিংসার স্হান শান্তির ধর্মে নেই। ইসলাম সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, বিভিন্ন মিডিয়ার গনমাধ্যমকর্মী, জেলার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা, এতিমখানা’র ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!