AB Bank
ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে পরিবেশ সুরক্ষায় হাসপাতালে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৭:৪৫ পিএম, ৯ জুলাই, ২০২৪
খাগড়াছড়িতে পরিবেশ সুরক্ষায় হাসপাতালে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

"বেঁচে থাকার সকল মুল,গাছ লাগাতে না ভুল, উপকারের নেই শেষ, ফুলে ফলে ভরবো দেশ" এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখেই  খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে বৃক্ষ রোপন অভিযান ২০২৪ উপলক্ষে চারা রোপন কর্মসূচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার (৯জুলাই) হাসপাতালসহ আশপাশের এলাকায় চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের। 

উদ্বোধন কালে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় ও বায়ুশীতল কারী বৃক্ষ প্রতিটি মানুষ যেন বাড়ির আঙ্গিনায় একটি করে হলেও রোপন করেন। তিনি বলেন পরিকল্পিত ভাবে বৃক্ষ নিধনের ফলে জলবায়ু আজ বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। জেলা সদর হাসপাতালে চারপাশে সাড়ে চারশত ওষুধি ভেষজ ও ফলজ গাছ লাগানো হবে। পরিবেশ সুরক্ষার জন্য প্রতিবছরই এ গাছ লাগানো হয়। আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ উপহার দিয়ে যেতে হলে সকলকেই বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে।

এসময় জেলা সদর হাসপাতালের আরএম ডা. রিপেল বাপ্পি চাকমা, সিনিয়র অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. সুবল জোতি চাকমা ও ডা. জিয়াসহ হাসপাতালে ডাক্তার ও কর্মচারীবৃন্দ,মিডিয়াকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!