AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই ভাইসহ ৩ যুবক নিহত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৪৬ পিএম, ৯ জুলাই, ২০২৪
গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই ভাইসহ ৩ যুবক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাছিরাবাদ এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় সহদর দুই ভাইসহ ৩ যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ৯ জুলাই সন্ধ্যায় দিনাজপুর থেকে একটি ট্রাক ঢাকা অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী দুইভাইসহ তিনজনের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে এবং শাকিল নামের একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী ওসমানপুর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কিছুক্ষণ পর সেও মারা যায়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে জাহিদ (১৭) ও নাহিদ (২০) দুই ভাই। তারা গোবিন্দগঞ্জ উপজেলার নাছিরাবাদ এলাকার আছালত উদ্দিনের ছেলে। নিহত অপর যুবকের নাম শাকিল মিয়া (২০)। সেও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে পুলিশ জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুর রহমান।

একুশে সংবাদ/ এসএডি

Shwapno
Link copied!