বরিশাল জেলার বাকেরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে বিয়ে করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুবাই প্রবাসী স্বামী।
মঙ্গলবার (৯ জুলাই) ভোরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বাকেরগঞ্জ থানা পুলিশ।
আত্মহত্যাকারী প্রবাসী শাহিন হাওলাদার (৪০) বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভরপাশা এলাকার বাসিন্দা।
পরিবারের বরাতে বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, শাহীন দীর্ঘদিন ধরে দুবাই থাকতেন। তার স্ত্রী ফাতেমা আক্তার খুশির সঙ্গে পারিবারিক দ্বন্দ্বে আত্মহত্যা করেছেন তিনি। ঘরের পাশের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
শাহীন হাওলাদারের বন্ধু মো. আলীম বলেন, শাহীন গত আড়াই বছর ধরে দুবাই থাকতেন। তার তিনটি সন্তান রয়েছে। স্ত্রীর পরকিয়ার বিষয়টি জানতে পেরে গত ২৮ জুন দেশে ফিরে এসে শ্বশুর বাড়িতে উঠেন। সেখানে কয়েকদিন অবস্থান করে স্ত্রীকে বুঝিয়ে নিয়ে আসতে চান। কিন্তু স্ত্রী ফিরে আসেনি। সোমবার (৮ জুলাই) রাতে শাহীনকে তালাক দিয়ে পরকিয়া প্রেমিক মো. জাকির হোসেনকে বিয়ে করেন তিনি। এরপরই বাড়ির পাশের আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহীন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :