AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেকুয়ায় ধরা‍‍`র মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৯:২৩ পিএম, ১০ জুলাই, ২০২৪
পেকুয়ায় ধরা‍‍`র মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

বৃক্ষরোপন করি, সবুজ বাংলাদেশ গড়ি, উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে কক্সবাজারের পেকুয়ায় মাসব্যাপি বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। 

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক  সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই), ওয়াটারকিপার্স বাংলাদেশ, মিশন গ্রিন বাংলাদেশ পেকুয়া শাখার আয়োজনে  বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠিত হয়। 

বুধবার ( ১০ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।

পরে পেকুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়   আঙ্গিনায় ফলজ ও বনজ বৃক্ষ  রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। 

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ছাদেকুর রহমান, সংবাদ কর্মী জালাল উদ্দীন প্রমূখ। 

বক্তারা বলেন, নগরায়ন নয় সবুজায়নের মাধ্যমে পৃথিবী টিকিয়ে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। সবুজায়ন করার উপযুক্ত সময় বর্ষা মৌসুম এসময় বেশী করে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর তাগিদ দেন পরিবেশবাদিরা।

পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃক্ষ রোপন কর্মসূচিতে  বিশিষ্ট সমাজ সেবক শওকত ইসলাম চৌধুরী বাহাদুর, সি আর এম হাসমত আলী পেকুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাস্টার ইদ্রিস, নারী নেত্রী নুরুন নাহার নুরী,পারভিন আক্তার ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস এর সদস্যগন উপস্থিত ছিলেন।

 

 একুশেসংবাদ/বিএইচ

Link copied!