চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য নাজমুস শাহাদাত তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য নাজমুস শাহাদাত তালুকদার দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১০ জুলাই) বাদজোহর চাঁদপুর সদর উপজেলার রামপুরস্থ বাড়িতে মরহুম শাহাদাত তালুকদারের জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :