AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে ট্রাকের ধাক্কায় গাড়ি চালক নিহত


Ekushey Sangbad
তানোর উপজেলা প্রতিনিধি, রাজশাহী
০৬:১১ পিএম, ১১ জুলাই, ২০২৪
তানোরে ট্রাকের ধাক্কায় গাড়ি চালক নিহত

রাজশাহী জেলার তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টুসহ নেতাকর্মীরা এমপি ফারুক চৌধুরীকে সংবর্ধনা দিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মাইক্রোচালক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন থানার ওসি আব্দুর রহিম।

বুধবার ৯১০ জুলাই) রাতে তানোর টু চৌবাড়িয়া রাস্তার লবিয়তলা ব্রিজের কাছে ঘটে এই দূর্ঘটনা। নিহত চালকের নাম বিদ্যুৎ হোসেন (২০)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়ন ইউপির মহানগর গ্রামের আবু বাক্কারের ছেলে। এঘটনায় ঘাতক ট্রাক ও চালক এবং হেলপারকে আটক করেছে পুলিশ। 

বিদ্যুতের বাবা চালক সাইফুল ইসলাম ও হেলপার জাহিদকে আসামি করে থানায় মামলা করেন।

জানা গেছে, বুধবার কামারগাঁ ইউনিয়ন পরিষদ ইউপির উপনির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনজনের মধ্যে ২ জন প্রার্থী প্রত্যাহার করে নেয়। মাসুদ করিম ও মোসলেম আলী প্রামানিক প্রত্যাহার করে নেওয়ার কারনে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন সুফি কামাল মিন্টু। বিকালে কামারগাঁ ইউপির নেতাকর্মীরা কামারগাঁ বাজারে মিন্টুকে মালা পড়িয়ে সংবর্ধনা দেয়। সেখান থেকে মিন্টুসহ নেতাকর্মীরা মাইক্রো নিয়ে রাজশাহী শহরে এমপি ফারুক চৌধুরীকে সংবর্ধনা দিতে যান। ফেরার পথে তানোর টু চৌবাড়িয়া রাস্তার লবিয়তলা ব্রিজের সংলগ্ন উত্তর  দিকে মাইক্রোবাসের তেল শেষ হলে বাম সাইডে দাড়িয়ে থাকে। এদিকে ধান বোঝাই দ্রুতগামী  ট্রাক তানোর থেকে নওগাঁ যাওয়ার সময় জোরে ধাক্কা দিলে চালক ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এসময় সাথে থাকা নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, সংবাদ পেয়ে  ঘটনাস্থল থেকে ট্রাক চালক, হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাক জব্দ করা হয়। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!