মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএম শোয়েবকে সংবর্ধনা দিয়েছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্র।
শুক্রবার (১২ জুলাই) বিকালে উপজেলার কনকসারে অবস্থিত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের জব্বার খান মুক্তমঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সভাপতি মো. কবির ভূঁইয়া কেনেডির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক ও প্রয়াত বহুমাত্রিক লেখক ড. হুমায়ূন আজাদের কন্যা মৌলি আজাদ, অধ্যাপক মনোয়ার হাসিনুল আলম, বিক্রমপুর জাদুঘরের কিউরেটর নাছির উদ্দিন আহমেদ জুয়েল, রহমান মাস্টার পাঠাগারের সভাপতি কহিনুর বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাংবাদিক রাশেদ আহমেদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে কেন্দ্রের সহসভাপতি সবজল শিকদার ও যুগ্ম সম্পাদক মুন্সী নজরুল ইসলাম।
প্রধান অতিথি নূহ-উল-আলম লেনিন সংবর্ধিত বিএম শোয়েবের উদ্দেশ্যে বলেন, নির্বাচনকে বিনিয়োগ হিসেবে নেবেন না। রাজনীতি যেন নিজের আখের গোছানোর পদ্ধতি না হয়। জনগণের টাকা যেন লুটপাট না হয়। এমন কাজ করতে হবে মানুষ যেন যুগ যুগ ধরে মনে রাখে। সংবর্ধনা পাওয়া বিএম শোয়েব বলেন, আমি দায়িত্ব নিতে পারবো, সে কাজ আমি নিয়ে থাকি। আমি শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কাজ করবো। আমি স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও নূহ-উল-আলম লেনিনকে পাশে নিয়ে উন্নয়নের কাজ করে যাবো। লৌহজংকে আমি একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চাই। সংবর্ধনা শেষে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সাংস্কৃতিক গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
একুশে সংবাদ/আ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :