নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পৌরসভার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের আতঙ্ক রয়েছে এলাকা বাসী।
শনিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নারী-পুরুষ ও শিশুসহ কুকুরের কামড়ে ২০ জনের মত আহত হওয়ার খবর পাওয়া যায়।
জানা যায়, পৌর এলাকার আদমপুর বাজার, পানাম মুন্সিরাইল বাজার, নোয়াইল হাতকোপা, পৌর ভবনাথপুর, বাগমুছাসহ আশেপাশের এলাকা কুকুর আক্রমনের শিকার হয়েছেন বেশ কয়েকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, সকাল থেকে কুকুরের কামড়ের শিকার হওয়া বহু রোগী চিকিৎসা দেওয়া হয়েছে। জরুরী চিকিৎসা বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল থেকে শিশুসহ বিভিন্ন বয়সের রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং নিয়মিত দেওয়া হচ্ছে।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ভাবে কোন ইনজেকশন না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাহির থেকে ওষুধ কিনে চিকিৎসা নিতে হচ্ছে। শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই নয়, এলাকার অন্যান্য হাসপাতালেও নেই কুকুরের কামড়ের ইনজেকশন। সে কারণে বিপাকে পড়েছেন কুকুরে কামড়ানো রোগীরা।
স্থানীয় সাধারণ মানুষের মতে পাগলা কুকুরগুলোকে যদি ইঞ্জেকশনের মাধ্যমে ব্যবস্থা নেয়া যেত, তাহলে হয়তো পাগলা কুকুরের কামড় থেকে রক্ষা পেত এলাকার সাধারণ মানুষ। এ ব্যাপারে পৌরসভা ব্যবস্থা নিবে এমনটাই দাবি সাধারণ মানুষের।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :