পটুয়াখালী জেলার বাউফলে ক্যান্সার, কিডনি, স্টোক জনিত প্যারালাইজড, লিভারসিরোসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪৭জন ব্যক্তির মাঝে এককালীন চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাউফল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ চেক বিতরণ করা হয়।
সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.স.ম ফিরোজ প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল যোগ দিয়ে সুবিধাভোগিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম শাহজাদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমূখ।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :