টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের জাম তলা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে মো: মজনু শেখকে (৪০) মুশুদ্দি পূর্ব পাড়া জামতলা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি মুশুদ্দি ইউনিয়ন এর মুশুদ্দি পূর্ব পাড়া গ্রামের নিবাসী আ: বারীর ছেলে।
অভিযান পরিচালনাকারী এস আই জাহাঙ্গীর আলম বলেন, আমরা প্রায় ৫-৬ ঘন্টা অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ীকে আটক করি।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ধনবাড়ী থানা থেকে মাদক নির্মুলে বিশেষ অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় ধনবাড়ী থানার একটি আভিযানিক দল এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি পূর্ব পাড়া এলাকার জামতলা সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করা হয়। আসামির কাছ থেকে যে ২০ কেজি গাঁজা পাওয়া যায় তার বাজার মূল্য অনুমান ২০-২৫ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে একজন মাদক কারবারী চক্রের সদস্য। সেমাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ধনবাড়ী থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :