চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি গ্রামে আবদুল হামিদ ও মা খতিজা বেগমের ক্যান্সারে আক্রান্ত একমাত্র ছেলে সন্তান মোঃ রিদোয়ান আহমেদ (২২) বাঁচাতে চান।
অভাবের সংসারে বেড়ে ওঠা রিদোয়ান অসুস্থ অবস্থাতেই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সবে ডিপ্লোমা পাস করেছেন। অভাবের সংসারে বাবা আবদুল হামিদ পানের দোকান করে কোন রকমে করে সংসার চালান। তাদের সব সঞ্চয় খরচ করার পরে ঋণ করতে হয় কিন্তু এরপরও রিদোয়ান সুস্থ হননি।
রিদোয়ানের বাবা বলেন, বাড়ির পাশে পানের ছোট দোকান ছিল। সেটিও অনেক দিন ধরে বন্ধ রাখা হয়েছে। পরিবারের খরচ চলছে অন্যের সহযোগিতায়। ইতিমধ্যে ছেলের পেছনে ধারদেনা করে তিন লাখ টাকা খরচ করা হয়েছে। দেশে অনেক মানবিক মানুষ আছেন। আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে তারা সাহায্য করলে হায়াত থাকলে আমরা ছেলেটাকে বাঁচাতে পারব।
চিকিৎসকের বরাত দিয়ে রিদোয়ানের স্বজনেরা জানান, চলতি বছরের জানুয়ারিতে বুকব্যথা উঠলে চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বুকে টিউমার ধরা পড়ে। টিউমারের পাশাপাশি রিদোয়ান ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তাকে একটি বেসরকারি হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কেমোথেরাপি ও সার্জারির সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। এ জন্য চিকিৎসা ব্যয় মেটাতে ৬ থেকে ৭ লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
রিদোয়ানের জন্য বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো যাবে। বিকাশ নম্বর হলো ০১৮৩১৭১২৯৯৩। ব্যাংক হিসাব নম্বর: ০১০০০৮৪৭৭৫৬১৯। নাম: মো. রহিম উদ্দিন সিকদার, জনতা ব্যাংক, পোমরা শাখা, রাঙ্গুনিয়া। রাউটিং নম্বর: ১৩৫১৫৬১৯৫।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :