বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তর প্রাঙ্গনে একটি আমের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
এসময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন), ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড.এ.কে.এম.আনিসুর রহমান, পরিচালক(প্রশাসন) মোঃ নুরুজ্জামান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সহিষ্ণু সত্ত্বারমত গাছ প্রকৃতির ঢাল হিসেবে, বন্দরে সুরক্ষা দিয়ে থাকে।
এই কর্মসূচির মাধ্যমে বন্দরে ৫০০০ (পাঁচ হাজার) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। যা সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান বন্দরের এই শীর্ষ কর্মকর্তা।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :