গোপালগঞ্জের মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২০২৩-২০২৪ অর্থ বছরের ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় দক্ষতা ভিত্তিক বরাদ্দ (পিবিজি) এর অর্থায়নে খেলাধুলার সামগ্রী বিভিন্ন খেলার মাঠ, মাদ্রাসা ও ক্লাবে বিনামূল্যে ফুটবল ও জার্সি বিতরণ করেছে মহারাজপুর ইউনিয়ন পরিষদে।
মঙ্গলবার (১৭ জুলাই) উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সালউদ্দিন মিয়ার সভাপতিত্বে খেলাধুলার সামগ্রী বিতরন ও সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের জন্য অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান ।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহিদ মোল্যা সঞ্চালনায় বক্তব্য রাখেন দিগনগর ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলী আহমদ ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সাংবাদিক হুসাইন আহমদ কবির। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মুরাদ হুসাইন খান, ইউপি সদস্য মোঃ বাইজিদ মোল্যা, মোঃ সাদেকুর রহমান, ইমান আলী ফেলন, মোঃ মজিবুর রহমান ফকির, মোঃ রফিকুল ইসলাম, মোল্লা শারফুল আলম ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহানা আক্তার লাকী, উদ্যোক্তা রাহাত রাকিব , অত্র ইউনিয়নের মসজিদের ইমাম ও খতিব, গ্রাম পুলিশ সহ অত্র ইউনিয়নের খেলা সামগ্রী নিতে আসা বিভিন্ন মাঠ, মাদ্রাসা ও ক্লাবের সদস্য গন উপস্থিত থেকে এই খেলা সামগ্রী গ্রহন করেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :