AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে আন্তঃথানা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৪:০৮ পিএম, ১৭ জুলাই, ২০২৪
কুড়িগ্রামে আন্তঃথানা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলায় গত ১৫ জুলাই থেকে শুরু হওয়া ২ দিনব্যাপী আন্তঃথানা কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় পুরুষ ও নারী দল মিলে মোট ০৮ টি দলের অংশ গ্রহণে এ আন্তঃথানা কাবাডি টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়।  

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ফাইনাল খেলায় পুরুষ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন কুড়িগ্রাম সদর বনাম ফুলবাড়ী থানা এবং নারী দলে অংশ গ্রহণ করে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।

খেলাতে পুরুষ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রাম সদর থানা ও নারী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়। এবং পুরুষদের মধ্যে সেরা খেলোয়ার নির্বাচিত হয় ফুলবাড়ী থানার খেলোয়াড় যোবাইদুল ইসলাম ও নারীদের মধ্যে সেরা খেলোয়ার নির্বাচিত হয় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের রাদিয়া।

উক্ত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, ক্রীড়া সংস্থার সহ সভাপতি আহসান হাবীব নীলু।  

এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, টিআই বানিউল আনাম ও পুলিশ লাইন্সের আরআই কাজী আকির হোসেন প্রমূখ। 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সকল খেলোয়াড়দের ট্রফি, মেডেল ও অর্থ পুরষ্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এবং কাবাডি খেলাকে আরো এগিয়ে নিতে অংশ গ্রহণকারী সকল খেলোয়াড়দের সকল ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!