দেশের বিরাজমান পরিস্থিতিতে আম নিয়ে বিপাকে পড়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার আম ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে বিরাজমান পরিস্থিতির কারণে ক্রেতাশূন্য থাকায় বাজারে আম বিক্রি করতে পারছেন না তারা। এই অবস্থায় দ্রুত পচনশীল এই আম নিয়ে চরম দুশ্চিন্তায় আম বিক্রেতা ও ব্যবসায়ীরা।
শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন ফলের দোকানে গিয়ে দেখা যায়, বিক্রেতারা দোকান খুলে আম নিয়ে বসে আছেন। দোকানগুলোতে সাজানো আছে বিভিন্ন জাতের আম। ক্রেতা না থাকায় আম বিক্রি করতে পারছেন না বিক্রেতারা।
পৌর সদরের ভাঙ্গুড়া বাজারের বকুল তলায় দোকানভর্তি আম নিয়ে বসে আছেন ব্যবসায়ী ইনতাজ আলী। একুশে সংবাদ. কমকে তিনি বলেন, সকালে দোকান খুললেও দুপুর পর্যন্ত একজনও কাস্টমার আসেনি। সময়মতো বিক্রি করতে না পারলে-এসব আম পচে যাবে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন এই ব্যবসায়ী।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :