গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সৎসঙ্গের উদ্যোগে কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০জুলাই) উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের মনোমহিনী পল্লী কোনের ভিটা গ্রামে অবস্থিত, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎ সঙ্গ আশ্রম কোটালীপাড়া শাখার উদ্যোগে, সৎসঙ্গের কোটালীপাড়া শাখার সভাপতি অনিমেষ গাইনের সভাপতিত্বে, প্রথমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিগ্রহ মন্দিরে স্থাপন এরপর ঠাকুরের রচিত সত্যানুসরণ গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সৎসঙ্গের কোটালীপাড়া শাখার সহ-ঋত্বিক ও কাজী মন্টু কলেজের প্রভাষক রনজিৎ বিশ্বাস অনুষ্ঠানটি উদ্ভোধন করেন।
এসময় ১৮ থেকে ৪০ বছরের কৃষকদের নিয়ে কৃষি মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাজার হাজার দর্শকদের মাঝে প্রধান আকর্ষনীয় খেলা ছিলো, হাতল বিহীন তৈলাক্ত বাঁশের উপর দিয়ে হেঁটে নদী পার হওয়। এই খেলায় ১৫জন কৃষক হাতল বিহীন তৈলাক্ত বাঁশের উপর দিয় পার হওয়া জন্য অংশ গ্রহণ করেন। ১৫ জনের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়। বাকিরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পূর্বে পানিতে পড়ে যায়।
এছাড়া আরো আকর্ষণীয় খেলা ছিলো কৃষকদের মাঝে সাবান ঘষা। এই খেলায় ১৩জন কৃষক অংশ গ্রহণ করেন। খেলায় তিনজনে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হয়ে পুরস্কার গ্রহণ করেন। খেলার ধরণ ছিল জনপ্রতি একটা করে নতুন সাবান কৃষকদের মাঝে দেয় হয়। এরপর এরা পানিতে নেমে মাথায় সাবান ঘষতে থাকে। যে ব্যক্তি সবার আগে সাবান ঘষে ক্ষয় করতে পারবে সে হয় প্রথম। পর্যাক্রমে এভাবে সাবান ঘষে ক্ষয় করার মধ্য দিয়ে দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণ করা হয়।
এরপর আরো আকর্ষণীয় খেলা ছিলো নারীদের হাঁড়ি ভাঙ্গা। এ খেলাটাও হাজার দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।দর্শকদের মাঝে টান টান উত্তেজনার যে খেলা অনুষ্ঠিত হয়েছে খেলাটি হলো তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা। তৈলাক্ত কলাগাছে বেয়ে ওঠা খুবই দুঃসাধ্য ব্যাপার। এখানেও কলা গাছ বেয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হয়ে পুরস্কার গ্রহণ করছেন তিনজনে।
দর্শকদের মাঝে ব্যাপক বিনোদন দিতে সাঁতার কাটা প্রতিযোগিতা ও বেশ আনন্দের ছিলো। অপরদিকে মেয়েদের বালিশ লড়াই প্রতিযোগিতা হাজারো দর্শকদের মন জয় করছে। এই খেলায় পুরস্কারের ধরন ছিলো কিছুটা ভিন্ন। খেলা যেহেতু কৃষকদের নিয়ে সেজন্য পুরস্কার হিসেবে বিজয়ীদের মাঝে তুলে দেয়া হয় কৃষি উপকরণ। কৃষি কাজে ব্যবহাহৃত কোদাল, কীটনাশক প্রয়োগ করা স্প্রে মেশিন, কলস ও ঘড়ি।
এছাড়া খেলায় প্রত্যেক অংশগ্রহণকারীদের মাঝে একটা করে দেয়াল ঘড়ি উপহার দেন। অনুষ্ঠানের পরিচালক ও ছাত্র নেতা সম্পদ বাড়ৈ বলেন, বর্তমানে সমাজে বেশিরভাগই সামাজিক কোন্দল লেগে আছে, এর মুল কারন আমদের সমাজ ব্যবস্থায় সাংস্কৃতিক চর্চা নেই, বিনোদন মুখী হওয়ার সুযোগ নেই যার ফলে সমাজ ব্যবস্থা ভঙ্ধসঢ়;গুর হয়ে আছে।
আমাদের এ অঞ্চলে অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে সম্পৃক্ত, এই মানুষগুলো বিনোদন মুখী করে একটা স্মার্ট সমাজ গঠনের জন্যই এ আয়োজন। সমাজে কোন্দল মুক্ত করতে আমাদের সবার সাংস্কৃত চর্চায় এগিয়ে আসতে হবে। আশা করি কৃষক ভাইদের নিয়ে এরকম বিভন্ন আয়োজন করে তাদের বিনোদন মুখী করে তুলবো।
অনুষ্ঠানটি যাদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে তারা হচ্ছেন বন্ধন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রতন রায়, সহকারী শিক্ষক গীতা রানী দত্ত, অগ্রনী ব্যাংকের সিনিয়র অফিসার রিপন বাড়ৈ, সমাজ সেবক বাবুল ওঝা, সৎসঙ্গ সঙ্গের কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক লিটন রায়, সৎ সঙ্গের সিনিয়র সহ-সভাপতি জীবন বিশ্বাস ।অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সম্পদ বাড়ৈ, সহ - সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ -সরকারি তিতুমীর কলেজ।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :